Friday, January 21, 2022

উপায় একাউন্ট চেক ২০২২ update news

 উপায় একাউন্ট চেক ২০২২


আপনি যদি উপায় একাউন্ট চেক করতে চান তাহলে মোবাইলের *268# বাটনে প্রেস করবেন তাহলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন।

Tuesday, January 18, 2022

খুব সহজেই স্ক্রলিং টেক্সট যুক্ত করুন আপনার ব্লগার সাইটে

 Scrolling Text যুক্ত করার ধাপ সমূহঃ

১।প্রথমেই ব্লগ সাইটে প্রবেশ করে Sidebar-right-1 চলে যাবেন ।

২।এরপর +Add a Gadget এ ক্লিক করবেন।

৩।+Add a Gadget এ ক্লিক করার পর HTML/JavaScript ক্লিক করতে হবে।

৪।এরপর একটি টাইটেল লিখতে হবে এবং কন্টেন্ট এর ভিতর নিচের লেখা গুলো লিখে সেভ করতে হবে।

<html>

<head>

</head>

<body>

<marquee behavior="scroll" direction="left" 

mouseover="this.stop();"

mouseout="this.stop();">Welcome to my website</marquee>

</body>

</html>











Monday, January 17, 2022

জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করার সহজ পদ্ধতি

  জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করার ধাপ সমূহঃ 

১।প্রথমেই জিমেইলটি খুলে রাখতে হবে।

২।এরপর উপরের দিকে ডান পাশের কর্নারে সেটিংস এ ক্লিক করতে হবে।

৩।এরপর See all settings এ ক্লিক করতে হবে।

৪।এরপর Accounts and Import এ ক্লিক করতে হবে।

৫।এরপর Change Password এ ক্লিক্ করতে হবে।

৬।এরপর বর্তমানের পাসওয়ার্ড দিতে হবে।

৭।তারপর New password এবং Conform password এ দুইবার পাসওয়ার্ড দিতে হবে।

   এরপর Change password এ ক্লিক করলে পাসওয়ার্ড সম্পুর্নরুপে পরিবর্তিত হবে।

প্রতিটি ধাপ সুসম্পন্ন করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুনঃ 








Sunday, January 16, 2022

Battlegrounds Mobile India জানুয়ারী আপডেট স্পাইডার-ম্যান থিমের সাথে রোল আউট; Krafton পরিচিত সমস্যা হাইলাইট

 



Battlegrounds Mobile India (BGMI) ডেভেলপার Krafton জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেমের জন্য একটি নতুন আপডেট নিয়ে আসছে৷ আগেই ঘোষণা করা হয়েছে, স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম থিম আপডেটের প্রধান হাইলাইট। সর্বশেষ 1.8.0 আপডেট UI উন্নতি নিয়ে আসে, যা খেলোয়াড়দের দ্রুত একটি পছন্দসই ম্যাচ বাছাই করতে দেয়। আপডেটের সাথে, খেলোয়াড়রা 14 ফেব্রুয়ারি পর্যন্ত নতুন Livik: Aftermath থিম ব্যবহার করতে পারবেন। একবার নতুন সংস্করণ ইনস্টল হয়ে গেলে, র‌্যাঙ্ক করা এবং স্বাভাবিক মিল আলাদাভাবে দেখানো হবে। আপডেটটি স্বয়ংক্রিয় চিহ্নিতকরণও যুক্ত করে। নতুন বৈশিষ্ট্যগুলির সাথে, আপডেটটি গেমের বিদ্যমান উপাদানগুলির কিছু উন্নতির সাথেও একত্রিত করা হয়েছে। কিছু খেলোয়াড় জানুয়ারী আপডেট সংক্রান্ত সমস্যাগুলি পতাকাঙ্কিত করেছে এবং সংস্থাটি একটি সমাধানের প্রস্তাব দিয়েছে।

Friday, January 14, 2022

Samsung Galaxy S22 Plus Coming Soon

 

Samsung Galaxy S22 Plus

Samsung Galaxy S22 Plus is an upcoming smartphone by Samsung with an expected price of BDT BDT 106,050 in Bangladesh, all specs, features and Price on this page are unofficial, official price, and specs will be update on official announcement.

RAM:         8GB/12GB
Storage:     128GB/256GB/512GB
Networks:  5G(SA/NSA/Sub6/mmWave)


To Know More info: Click here

উপায় একাউন্ট চেক ২০২২ update news

 উপায় একাউন্ট চেক ২০২২ আপনি যদি উপায় একাউন্ট চেক করতে চান তাহলে মোবাইলের *268# বাটনে প্রেস করবেন তাহলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন।