Tuesday, January 18, 2022

খুব সহজেই স্ক্রলিং টেক্সট যুক্ত করুন আপনার ব্লগার সাইটে

 Scrolling Text যুক্ত করার ধাপ সমূহঃ

১।প্রথমেই ব্লগ সাইটে প্রবেশ করে Sidebar-right-1 চলে যাবেন ।

২।এরপর +Add a Gadget এ ক্লিক করবেন।

৩।+Add a Gadget এ ক্লিক করার পর HTML/JavaScript ক্লিক করতে হবে।

৪।এরপর একটি টাইটেল লিখতে হবে এবং কন্টেন্ট এর ভিতর নিচের লেখা গুলো লিখে সেভ করতে হবে।

<html>

<head>

</head>

<body>

<marquee behavior="scroll" direction="left" 

mouseover="this.stop();"

mouseout="this.stop();">Welcome to my website</marquee>

</body>

</html>











No comments:

Post a Comment

উপায় একাউন্ট চেক ২০২২ update news

 উপায় একাউন্ট চেক ২০২২ আপনি যদি উপায় একাউন্ট চেক করতে চান তাহলে মোবাইলের *268# বাটনে প্রেস করবেন তাহলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন।